ইটভাটার বিষাক্ত বাতাসে ফলসহ ফসলের ব্যাপক ক্ষতি
২৩ এপ্রিল ২০২২ ১৭:৩৩
নাটোর: জেলা সদর উপজেলায় ইটভাটার বিষাক্ত গরম বাতাসে আম, কাঁঠাল, কলা ও সুপারিসহ বিভিন্ন ফসল ও গাছপালা নষ্ট হয়ে গেছে। এ পরিস্থিতিতে দ্রুত ইটভাটাগুলো বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্থদের অভিযোগ, উপজেলার হাট সিংহারদহ এলাকায় অবস্থিতি কেএএস নামে একটি ইটভাটা থেকে বিষাক্ত গরম বাতাস ছেড়ে দেওয়া হয়। এর ফলে বাতাসে বিষক্রিয়া সৃষ্টি হয়ে আশপাশের আম বাগানের আম, কাঁঠাল, লিচু, কলা ও সুপারি গাছ পুড়ে নষ্ট হয়ে যায়।
ক্ষতির শিকার আবুল কালাম, রবিউল, ওসমান গনি, ইসমাইলসহ আরও অনেকে জানান, ইটভাটার গ্যাসে শুধু ফল-ফসল নয় আশপাশের বাড়ি ঘরের টিন পর্যন্ত পুড়ে গেছে। এর উপর পার্শ্ববর্তী ভাটাগুলো থেকে যদি বাতাস ছাড়া হয় তাহলে ধানসহ অবশিষ্ট সকল ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম জানান, ওই এলাকায় বর্তমানে ৩টি ইটভাটা রয়েছে। তাই জনবহুল ও ফসলি এলাকা থেকে ইটভাটাগুলো অপসারণের দাবি করেন তিনি।
তবে কেএএস ইটভাটার ম্যানেজার জিল্লুর রহমান জানান, ক্ষতিগ্রস্থদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। দ্রুতই তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
সারাবাংলা/এনএস