আরও ২ রুশ জেনারেল নিহতের দাবি ইউক্রেনের
২৪ এপ্রিল ২০২২ ১৪:৪৪
ইউক্রেনের দক্ষিণের শহর খেরসনে স্থাপিত রাশিয়ার একটি কমান্ড পোস্ট ধ্বংস করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এ ঘটনায় দু’জন রুশ জেনারেল নিহত হওয়ার দাবিও করেছে তারা। যুদ্ধের শুরুতে এই শহরটি দখলে নেয় রাশিয়ার সেনাবাহিনী। খবর আলজাজিরা।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এক বিবৃতি জানায়, গত শুক্রবার (২২ এপ্রিল) ওই রুশ কমান্ড পোস্টে আঘাত করা হয়েছিল। এতে দুই জেনারেল নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন: ইউক্রেনে ৪ রুশ জেনারেল নিহত: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেস্টোভিচ এক সাক্ষাৎকারে বলেন, হামলার সময় ওই কমান্ড পোস্টে ৫০ জন সিনিয়র রাশিয়ান অফিসার সেখানে ছিলেন। তাদের সবার ভাগ্য অজানা।
তবে ইউক্রেনের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়ার সেনাবাহিনী। একইসঙ্গে সংবাদমাধ্যমটির পক্ষ থেকেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। এর আগেও চারজন রুশ জেনারেল নিহত হওয়ার কথা জানিয়েছিল দেশটি।
সারাবাংলা/এনএস