Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা সিটি নির্বাচন ১৫ জুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২২ ১৪:৪৫

ঢাকা: আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে দেশের ৬টি পৌরসভা এবং শেষধাপের ১৩৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশনের সভা শেষে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর আগে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে দ্বিতীয় কমিশন সভা অনুষ্ঠিত হয়।

কমিশন সভা শেষে ইসির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, ‘একই তফসিলে ছয়টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।’

ঘোষিত তফসিল অনুযায়ী, এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।

ইসি সচিব জানান, কুমিল্লা সিটি, ছয় পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

উল্লেখ্য, দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভূক্ত করে কুমিল্লা সিটি করপোরেশনের আয়তন বাড়ানো হয় প্রায় তিনগুণ।

সারাবাংলা/জিএস/এএম

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর