চট্টগ্রামে ১১ ছিনতাইকারী গ্রেফতার
২৬ এপ্রিল ২০২২ ১৫:৪০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ছিনতাইয়ের অভিযোগে ১১ তরুণ-যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার আমিন কলোনি থেকে ৯ জনকে গ্রেফতার করে র্যাব।
এরা হল- মো. রুবেল (২১), মো. শাকিল (২১), মো. সাজিব (১৯), মো. হৃদয় (২০), হাবিবুর রহমান (২৪), সালাহ উদ্দিন (১৯), ওমর হাসান (১৯), মো. সাগর (১৯) এবং সাঈদ আলম (১৯)।
র্যাবের চট্টগ্রাম জোনের উপ- অধিনায়ক মেজর মোস্তফা জামান সারাবাংলাকে বলেন, ‘উঠতি বয়সের এসব তরুণ কোমরে চাকু নিয়ে ঘোরাফেরা করে। অন্ধকার গলিতে আড্ডা দেয়। পথচারী কিংবা রিকশাযাত্রী পেলে চাকুর ভয় দেখিয়ে ছিনতাই করে। এরা আবার নিজেরা নিজেরা মারামারি করে। মাদক সেবন করে। এলাকায় এই গ্রুপের সদস্যরা টেনশন গ্রুপ নামে পরিচিত। তাদের কাছ থেকে চারটি ছোরা পাওয়া গেছে।’
ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রেফতার ৯ তরুণ পুরো নগরীতে ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল বলে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে জানিয়েছেন মেজর মোস্তফা জামান।
এদিকে সোমবার রাতে লতিফপুর পাক্কা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে নগরীর আকবর শাহ থানা পুলিশ গ্রেফতার করেছে দু’জনকে। এরা হল- ইয়াছিন আরাফাত (২৭) ও মো. নাঈম (২২)। তাদের কাছ থেকেও দু’টি ছোরা উদ্ধার করা হয়েছে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন সারাবাংলাকে বলেন, ‘গত শনিবার আমরা তিন ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করেছিলাম। তাদের তথ্যের ভিত্তিতে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সদস্যরা সড়ক-মহাসড়কে ছিনতাই-ডাকাতি, লোকজনকে জিম্মি করে টাকা আদায়সহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত। পুলিশের অভিযানের মুখে বছরখানেক নিষ্ক্রিয় থাকলেও ইদুল ফিতরকে সামনে রেখে এই চক্রটি আবার সক্রিয় হয়েছে।’
সারাবাংলা/আরডি/এনএস