মুন্সীগঞ্জে ২ কোটি মিটার অবৈধ কারেন্টজাল জব্দ
২৬ এপ্রিল ২০২২ ২২:২৪
মুন্সীগঞ্জ: জেলার সদর উপজেলার চারটি কারেন্টজাল কারখানার গোডাউনে অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় কারখানাগুলো থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান উপস্থিত ছিলেন।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাগলা স্টেশন কমান্ডার লে. শামস সাদেকিন নির্নয়ের নেতৃত্বে সদরের পঞ্চসার ইউনিয়নের গুশাইবাগ ও বিনোদপুর এলাকায় ৪টি কারখানা কারেন্টজালের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় প্রায় ২ কোটি ৩০ লাখ মিটার নতুন অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭০ কোটি টাকা। তবে জাল জব্দ করার সময় কাউকে আটক করা যায়নি।
পরে জব্দকৃত অবৈধ জালগুলো সকলের উপস্থিতিতে মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের বাগবাড়ী কবরস্থান সংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয় বলে জানিয়েছেন সূত্র।
সারাবাংলা/এনএস