‘ইমানদার’ কারখানায় ভেজাল পণ্য তৈরি, গ্রেফতার ২
২৭ এপ্রিল ২০২২ ১৫:১৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ভেজাল জুস-চকলেট তৈরির অভিযোগে ‘ইমানদার’ নামে একটি কারখানার মালিকসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কারখানা থেকে জুস ও চকলেট তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) গভীর রাতে নগরীর বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় বিসমিল্লাহ কলোনি গলিতে শোয়েব মঞ্জিল ভবনে কারখানাটিতে অভিযান চালায় পুলিশ।
গ্রেফতার দু’জন হল- কারখানার মালিক খোরশেদ আলম জিসান (৩১) ও তার মামা জাহাঙ্গীর আলম (৫২)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক সারাবাংলাকে বলেন, ‘ছয় মাস আগে কারখানাটি চালু হয়। বিএসটিআইয়ের কোনো অনুমোদন না নিয়ে কারখানা খুলে ভেজাল জুস ও চকলেট তৈরি করে বিপণন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা কারখানায় অভিযান চালায়।’
কারখানা থেকে সাত হাজার ৯২০ পিস লিচি ড্রিংকস, এক হাজার ২০০ পিস আইস ললি, মিক্সার মেশিন, প্যাকেটজাত করার হিটারসহ বিভিন্ন সরঞ্জাম এবং জুসের প্যাকেট ও স্টিকার জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
সারাবাংলা/আরডি/পিটিএম