Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরার কিশোর অনিক হত্যার প্রধান আসামি গ্রেফতার


১৭ এপ্রিল ২০১৮ ১৫:৫৬ | আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ১৫:৫৭

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর উত্তরায় রিয়াজুল হাসান অনিক (১৯) হত্যার প্রধান আসামি মারুফ হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন সাংবাদিকদের  তথ্য জানান।

গ্রেফতার হওয়া মারুফের স্বীকারোক্তি অনুযায়ি যুগ্ম কমিশনার বলেন, উত্তরা এলাকায় পাওয়ার গ্রুপের সজিব আকাশের নেতৃত্বে নং সেক্টরের কিশোর অপুকে মারপিটের জের ধরে নং সেক্টরের জেরিন রোডে কয়েকজন সহযোগিকে নিয়ে মারুফ নিজেই অনিককে ছুরিকাঘাত করে। ছুরিটি ছিল সুইচ গিয়ার। অনিকের বুকের নিচে ডান পাশে ছুরি ঢুকে যায়। এরপর মারুফ নিজেই অনিককে নিয়ে হাসপাতালে যায়। সেখান থেকে মারুফ কৌশলে পালিয়ে যায়।  

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) একটি দল অভিযান চালিয়ে মারুফকে গ্রেফতার করে। মারুফ গ্রেফতার হওয়ায় ওই মামলার তদন্ত প্রতিবেদন জমার কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত গত বছরের ২৭ মে রাজধানীর উত্তরায় রিয়াজুল হাসান অনিক (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

অনিক বাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার জসিম উদ্দিনের ছেলে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এই ছাত্র উত্তরা নম্বর সেক্টর ২৪ নম্বর রোডের ১২ নম্বর বাসায় থাকতো।

সারাবাংলা/ইউজে/এমএস

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর