Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ৭ কোটি টাকার মোবাইল ও স্বর্ণালংকার জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২২ ০১:৪৩ | আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ০৯:৫৯

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় সাড়ে তিনশ মোবাইল ফোন এবং দেড় কেজি স্বর্ণালংকারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ টিম। তার কাছ থেকে জব্দ করা মোবাইল হান্ডসেট ও স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ঢাকা কাস্টম হাউজের উপকমিশনার সানোয়ারুল কবীর সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সানোয়ারুল কবীর জানান, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৪ ফ্লাইটে রাত ৯টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তৌফিক বিন রেজা নামের ওই যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে শনাক্ত করা হয়।

পরে তৌফিক বিন রেজার কাছে থাকা ছয়টি লাগেজে তল্লাশি করে ২৭৩টি আইফোন থার্টিন প্রো ম্যাক্স ছাড়াও সামস্যাং নোট ২০, গুগল পিক্সেলসহ প্রায় সাড়ে তিনশ মোবাইল হ্যান্ডসেট পাওয়ায যায়। এছাড়া তার কাছে প্রায় ১ কেজি ছয়শ গ্রাম ওজনের স্বর্ণালংকার ও সোনার বারও পাওয়া যায়।

সানোয়ারুল কবীর বলেন, অত্যাধুনিক এসব মোবাইল ফোন এবং স্বর্ণালংকার ও সোনার বারের আনুমানিক বাজার মূল্য প্রায় সাত কোটি টাকা। যাত্রী তৌফিক বিন রেজা প্রায়ই বিদেশ ভ্রমণ করতেন। তার বিরুদ্ধে কাস্টম আইন এবং ফৌজদারি আইনে দুইটি মামলা দায়ের করা হবে।

সারাবাংলা/এসজে/টিআর

মোবাইল ফোন জব্দ স্বর্ণালংকার ও সোনার বার জব্দ