Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল পঙ্গু হয়ে গেছে: অ্যান্তোনিও গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২২ ১৬:৩৫

ইউক্রেন সফরে গিয়ে বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কিয়েভে পৌঁছানোর পরপরই রুশ রকেট শহরটিতে আঘাত হানে। প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব নিশানা করেছেন তার নিজ সংস্থাকে। তিনি বলেছেন, সংস্থাটির ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা কাউন্সিল ইউক্রেনে যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছে। নিরাপত্তা কাউন্সিলকে ‘পঙ্গু’ বলেও সমালোচনা করেছেন গুতেরেস।

গুতেরেস বলেন, ‘এটি [রুশ হামলা ঠেকাতে ব্যর্থতা] এখন আমার হতাশা এবং ক্রোধের উৎস। আমি স্পষ্ট করে বলতে চাই, এই যুদ্ধ প্রতিরোধ ও বন্ধ করার জন্য সক্ষমতা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল।’

জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিল বিশ্বে শান্তি নিশ্চিত করার জন্য কাজ করে থাকে। রাশিয়া নিজে এই কাউন্সিলের ৫ স্থায়ী সদস্যের একটি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর বারবার রাশিয়াকে নিবৃত্ত হওয়ার আহ্বান জানালেও দেশটি যুদ্ধ বন্ধ করেনি। ইউক্রেনে রুশ আক্রমণ শুরু হওয়ার পর থেকে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ব্যর্থতার সমালোচনা করে আসছে বিভিন্ন দেশ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কিও জাতিসংঘের নিরাপত্তা কাউন্সের কড়া সমালোচনা করেছেন। এবার সংস্থাটির সমালোচনায় যোগ দিলেন মহাসচিব গুতেরেস।

এরইমধ্যে গত পরশু রাশিয়া সফরে যান অ্যান্তোনিও গুতেরেস। মস্কোতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে যুদ্ধ বন্ধের তাগিদ দেন। মস্কো থেকে গুতেরেস সরাসরি ইউক্রেনে যান। তার ইউক্রেন সফরের সময়ই কিয়েভে আঘাতে হানে রুশ রকেট।

গুতেরেস বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তার হতাশার কথা জানান। এসময় তিনি জেলেনস্কিকে উদ্দেশ করে বলেন, ‘আমি এখানে আপনাকে এবং ইউক্রেনের জনগণকে বলতে এসেছি, আমরা হাল ছাড়ব না।’

তিনি স্বীকার করে বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল পঙ্গু হয়ে গেছে। তবে জাতিসংঘ ইউক্রেনে অন্যভাবে ভূমিকা রাখছে। জাতিসংঘের ১৪০০ কর্মী ইউক্রেনে খাদ্য, ত্রাণ, উদ্ধারকাজ সহ নানা সহায়তা করছে।’

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর