Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে মারধর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২২ ২০:০০

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের পটিয়ায় এক আওয়ামী লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের দু’গ্রুপে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ব্রাহ্মণঘাটা গ্রামে গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটেছে।

মারধরের শিকার জিতেন কান্তি গুহ হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, ইফতার মাহফিলে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের অনুসারীরা প্রবীণ এই আওয়ামী লীগ নেতাকে মারধর করেছে।

আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার গাউছিয়া কমিউনিটি সেন্টারে হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছিল। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যান বিএম জসিমকে ইফতারে মাহফিলে দাওয়াত দেওয়া হয়নি।

দুপুরের দিকে ৩০-৪০ জন কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে আওয়ামী লীগ নেতাদের নাম ধরে গালাগাল করতে থাকে। জিতেন গুহ বেরিয়ে আসলে ইন্দ্রজিৎ লিও নামে সাবেক এক ইউপি সদস্য জিতেন গুহকে ঘুষি মারেন। এসময় তার সঙ্গে থাকা বাকি লোকজন জিতেন গুহকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে।

বিকেলেই গাছে বাঁধা অবস্থায় জিতেন গুহের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ অভিযোগের বিষয়ে হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বি এম জসিম সাংবাদিকদের বলেন, ‘জিতেন গুহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি থাকার সময় সরকারি ঘর, টিওবওয়েল, চাকরি দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে প্রতারণা করে টাকা আত্মসাৎ করেছে। ওই লোকগুলো তাকে পেয়ে টাকা ফেরত দিতে বলে মারধর করে। আমি ঘটনাস্থলে উপস্থিত থাকায় জিতেনকে বাঁচাতে পেরেছি। আমি না থাকলে অবস্থা খারাপ হয়ে যেত।’

বিজ্ঞাপন

জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘ইফতার মাহফিলে দাওয়াত দেয়া নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষে সমস্যা হয়েছে। একজন নেতাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেছে।  মৌখিকভাবে  আমাদের অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ দিতে বলেছি। এরপর আইনগত ব্যবস্থা নেব।’

সারাবাংলা/আরডি/একে

আওয়ামী লীগ নেতা মারধর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর