সাবেক অর্থমন্ত্রী আবদুল মুহিত আর নেই
৩০ এপ্রিল ২০২২ ০১:৩১
ঢাকা: সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘ দিন ধরেই বিভিন্ন ধরনের শারীরিক ও বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। অর্থমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে সর্বোচ্চ ১২টি বাজেট উত্থাপন করেছেন বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী সাবেক আমলা আবদুল মুহিত। এছাড়া তিনি ছিলেন ভাষাসৈনিক। একজন বিদগ্ধ অর্থনীতিবিদ হিসেবেও সুপরিচিত ছিলেন।
শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আবুল মাল আবদুল মুহিতকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে রাত সাড়ে ১২টার দিকে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে। এখানে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে তার প্রথম ও সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা হবে। দুপুর ১২টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে শহিদ মিনারে। তাকে দাফন করা হবে নিজ বাড়ি সিলেটে।
বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পূর্বসূরী আবুল মাল আবদুল মুহিত টানা ১০টিসহ জাতীয় সংসদে মোট ১২টি বাজেট উত্থাপন করেছেন। এর মধ্যে টানা ১০টি বাজেট উত্থাপন করেছেন আওয়ামী লীগের টানা দুই মেয়াদে। বাকি দুইটি বাজেট উত্থাপন করেছেন এরশাদ সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে। এর আগে কেবল আরেক প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানই ১২টি বাজট উত্থাপন করেছেন সংসদে। তবে টানা ১০টি বাজেট উত্থাপনের রেকর্ড রয়েছে একমাত্র আবদুল মুহিতেরই।
সংসদে আবুল মাল আবদুল মুহিত প্রথম বাজেট উত্থাপন করেন ১৯৮২ সালের ৩০ জুন। ওই বাজেটের আকার ছিল ৪ হাজার ৭৩৮ কোটি টাকা। সবশেষ ২০১৮ সালের ৭ জুন তার উত্থাপন করা ১২তম এবং দেশের ৪৮তম বাজেটের আকার ছিল ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।
১৯৮২ সালে ১৯৮২-৮৩ অর্থবছরের জন্য প্রথম বাজেটের পর ১৯৮৩ সালে মুহিত ১৯৮৩-৮৪ অর্থবছরের জন্য তার দ্বিতীয় বাজেট উত্থাপন করেন। এরপর ২০০৯ ও ২০১৪ পরপর দুই দফায় শেখ হাসিনার নেতৃতাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দুই মেয়াদেই তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পান। এসময় ২০০৯ সালে ২০০৯-১০ অর্থবছরের বাজেট দিয়ে আওয়ামী লীগ সরকারের হয়ে প্রথম বাজেট উত্থাপন করেন তিনি। সবশেষ ২০১৮ সালে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উত্থাপনের মাধ্যমে সংসদে টানা ১০টি বাজেট উত্থাপনের অনন্য রেকর্ড গড়েন তিনি।
সারাবাংলা/এসবি/টিআর