Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের নিচে রিকশা, নিহত ২

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২২ ১২:৫৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাস ও ব্যাটারি চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

শনিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে হাটহাজারী-নাজিরহাট সড়কে খণ্ডলিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম গিয়ে দু’জনের লাশ উদ্ধার করে।

চট্টগ্রামে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম নিকাশ বড়ুয়া (৫০)। তিনি হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালী গ্রামের আনন্দ মাস্টারের বাড়ির মৃত হিমাংশু বড়ুয়ার ছেলে। নিহত আরেকজন রিকশাচালক, তবে তার নাম-ঠিকানা জানতে পারেনি ফায়ার সার্ভিস।

নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘চট্টগ্রাম শহর থেকে বাস ফটিকছড়ি যাচ্ছিল। খণ্ডলিয়ার ঘাটা এলাকায় ব্যাটারিচালিত রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশন থেকে টিম গিয়ে দুর্ঘটনাকবলিত বাসের নিচ থেকে দু’জনের লাশ উদ্ধার করে। পরে সেগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

এদিকে, বাসের নিচ থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া রিকশাটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানা গেছে।

সারাবাংলা/আরডি/টিআর

বাসের নিচে রিকশা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর