‘ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে’
১ মে ২০২২ ১৩:২৫
ঢাকা: ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখে আলোচনা করে আমাদের সব সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ইদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সরকার আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপর জিন্মি, তারা তাদের উপর নির্ভর করে ক্ষমতায় ঠিকে আছে— বিএনপি নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি না। আওয়ামী লীগের শক্তির উৎস এদেশের জনগণ। জনগণ যাদের ক্ষমতার উৎস তারা অন্য কোনো শক্তির কাছে জিম্মি হতে পারে না। নিজের পায়ে আওয়ামী লীগ হাঁটে, এটা বুঝতে হবে।
সরকার আর আওয়ামী লীগ ব্যাংকক্রাফট হয়ে গেছে, ভারতেকে অনুরোধ জানায়— বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভুলে যাওয়া উচিত নয় বিদেশে তাদের প্রভু অনেক। প্রভুদের কাছে তারা নালিশ জানায়। আমাদের যারা আছে তারা বন্ধু, প্রভু নয়। বিদেশে আমাদের কোনো প্রভু নেই।
ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টনের অমীমাংসিত ইস্যুর প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, তিস্তা নদীর পানি বণ্টন অমীমাংসিত বিষয়, এই বিষয়ে আমি ভারতের সাহায্য চাইতে পারি। কারণ এটা আমার জাতীয় ইস্যু। তার জন্য বসতে হবে না? বসতে হবে। ২১ বছর বিরোধ করে ভারতের সঙ্গে আমাদের লাভ হয়নি। আমাদের ক্ষতি হয়েছে। বন্ধুত্ব রেখেই আমাদের আলোচনার করেই সব সমস্যার সমাধান করতে হবে।
তিনি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রাইসিস ম্যানেজ করার যোগ্যতার প্রশংসা করে বলেন, শি ইজ এ কনসামিড ক্রাইসিস ম্যানেজার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পর্কে একথা বলতেই হয়। আমরা তার নেতৃত্বে কাজ করে যাচ্ছি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং উক্ত উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী। আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুরনাহার লাইলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। পরে ইদ উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সারাবাংলা/এনআর/এসএসএ