Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসীদের উপহার পেয়ে ইদ আনন্দ দ্বিগুণ হলো ফরমান ও নিজামের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২২ ০০:০০

রাজবাড়ী: শারীরিক প্রতিবন্ধী ফরমান মোল্লা। জমিজমা নেই, তাই রেলওয়ের জমিতে পাটকাঠির ছোট্ট ঘর তুলে স্ত্রী ও তিন শিশু সন্তান নিয়ে সেখানে বসবাস করেন। ফরমানের জীবিকা চলে ভাড়ায় রিকশা চালিয়ে। একটি রিকশা কেনার দীর্ঘদিনের স্বপ্ন থাকলেও টাকার অভাবে তা পূরণ হয়নি।

অপরদিকে, দরিদ্র সত্তরোর্ধ বৃদ্ধ নিজাম শিকদার। তিনিও ভাড়ায় রিকশা চালিয়ে স্ত্রী নিয়ে কোনোমতে সংসার চালান। তারও দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি রিকশা কেনার। টাকার অভাবে তিনিও তার স্বপ্ন পূরণ করতে পারেননি।

বিজ্ঞাপন

তবে এবার দরিদ্র ফরমান ও নিজামের স্বপ্ন পূরণ করেছে প্রবাসীদের নিয়ে গঠিত ‘প্রবাসী বন্ধু সংগঠন’। রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা রেলগেট এলাকার বাসিন্দা ফরমান মোল্লা ও বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের বাসিন্দা নিজাম শিকদারকে দু’টি নতুন রিকশা কিনে উপহার দিয়েছে এ সংগঠনটি।

সোমবার (২ মে) সকালে বসন্তপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ফরমান ও নিজামের কাছে রিকশা হস্তান্তর করেন প্রবাসী বন্ধু সংগঠনের সদস্যরা। এসময় বসন্তপুর লাইভ গ্রুপের অ্যাডমিন ও মডারেটরসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইদের আগের দিন প্রবাসীদের কাছ থেকে নতুন রিকশা উপহার পেয়ে আনন্দে আত্মহারা ফরমান ও নিজাম।

রিকশাচালক ফরমান মোল্লা বলেন, ‘আমার বহুদিনের স্বপ্ন ছিল একটি নতুন রিকশা কেনার। কিন্তু প্রতিদিন যায় আয় করি সেই টাকা দিয়ে ভালমতো বাজারই করতে পারিনা। তাই আমার রিকশা কেনার স্বপ্নটি এতোদিনেও পূরণ হয়নি। প্রবাসীদের দেওয়া রিকশা পেয়ে ইদের দিনের চেয়ে বেশি খুশি লাগছে।’

নিজাম শিকদার বলেন, ‘প্রবাসী বন্ধু সংগঠনের কাছ থেকে এই রিকশাটি পেয়ে আমার যে কতোটা উপকার হয়েছে তা ভাষায় বলে বোঝাতে পারবোনা। এখন আর আমাকে ভাড়া করে রিকশা চালাতে হবে না। স্ত্রীকে নিয়ে স্বচ্ছলভাবে সংসার চালাতে পারবো। প্রবাসী বন্ধু সংগঠনের সাথে যুক্ত সকল প্রবাসীর জন্য আমি ও আমার স্ত্রী অন্তর থেকে দোয়া করবো।’

বিজ্ঞাপন

শুধু বসন্তপুর ও শহীদওহাবপুর ইউনিয়নের প্রবাসীরাই নয়, রাজবাড়ী জেলার সব প্রবাসীদের নিয়ে একত্রিত হয়ে দেশ ও মানবতার সেবায় কাজ করতে চান সংগঠনটির সঙ্গে জড়িতরা।

সারাবাংলা/এমও

ইদ আনন্দ প্রবাসীদের উপহার রাজবাড়ী

বিজ্ঞাপন

বগুড়া মুক্ত হয়েছিল এ দিন
১৩ ডিসেম্বর ২০২৪ ০৯:১৫

আরো

সম্পর্কিত খবর