Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবি ও বিএসএফের সদস্যদের ঈদ শুভেচ্ছা বিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২২ ১৫:৫৫

হিলি: মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ইদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফের সদস্যরা।

মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ১০টায় সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১১ নম্বর সাব পিলারের চেকপোস্ট গেটের শূন্যরেখায় শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এসময় ভারতের ৬১ বিএসএফ পতিরাম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার বিনয় কুমার ও ১৮০ বিএসএফে আইসিপি চেকপোস্ট কমান্ডার ভারত ভূষণের হাতে ৩ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার মোখলেছুর রহমান ও আইসিপি চেকপোস্ট কমান্ডার ফজলুর রহমান।

বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান বলেন, ‘মঙ্গলবার মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে আমরা শুভেচ্ছা জানিয়েছি। বিএসএফের পক্ষ থেকেও আমাদের মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে।’

তিনি আরও জানান, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে হিলি সীমান্তে এ ধরনের রেওয়াজ দীর্ঘদিন ধরেই চলে আসছে। এতে দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি।

সারাবাংলা/এমও

ঈদ শুভেচ্ছা বিএসএফ বিজিবি হিলি সীমান্ত

বিজ্ঞাপন
সর্বশেষ

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
২১ অক্টোবর ২০২৪ ২১:৫২

ফটোসাংবাদিক শোয়েব মিথুন আর নেই
২১ অক্টোবর ২০২৪ ২১:০৭

সম্পর্কিত খবর