Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদের ছুটিতে খাগড়াছড়িতে বেড়েছে পর্যটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২২ ২১:১০

খাগড়াছড়ি: দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইদের ছুটি কাটাতে খাগড়ছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছে ভ্রমণপিপাসুরা। ইতোমধ্যে খাগড়াছড়ির অধিকাংশ হোটেল-মোটেল ও কটেজ বুকিং হয়ে গেছে। পর্যটক বাড়ায় করোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন ব্যবসায়ীরা।

খাগড়াছড়ি হোটেল মালিক সমিতির সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া এবং সাধারণ সম্পাদক এস অনন্ত বিকাশ ত্রিপুরা জানান, ইদের টানা বন্ধে খাগড়াছড়িতে বেড়েছে পর্যটন সমাগম। আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝরণা, মায়াবিনী লেক, দেবতার পুকুর, মনারটেক লেকসহ সবখানেই পর্যটকদের ভিড় বেড়েছে। খাগড়াছড়ি জেলার প্রায় শতাধিক আবাসিক হোটেল আগামী এক সপ্তাহের জন্য বুকিং হয়ে গেছে।

বিজ্ঞাপন

এই ঈদে ৫০ হাজারের মতো পর্যটক খাগড়াছড়ি আসার কথা। করোনার কারণে দুই বছর পর্যটন কেন্দ্র বন্ধ থাকার পরও এবার বেড়াতে পেরে খুশি পর্যটকরা। দেশীয় পর্যটকের পাশাপাশি পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ বিদেশি পর্যটকরাও।

ঢাকা থেকে পরিবার নিয়ে আসা আবিদ হাসান, চট্টগ্রামের আবদুল্লাহ হেল বাকি এবং কুমিল্লার মিজানুর রহমান জানান, ইদের ছুটিতে প্রকৃতির মাঝে পরিবার-পরিজন নিয়ে আসতে পেরে তারা খুশি। গতকাল এবং আজ বৃষ্টির কারণে ভ্রমণে বিঘ্ন ঘটলেও শান্তিময় পরিবেশে ঘুরেফিরে, ঘুমিয়ে ভালো লাগছে। তবে ভ্রমণে গাড়িভাড়া এবং খাবার খরচ অপেক্ষাকৃত বেশি উল্লেখ করে এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা।

খাগড়াছড়ি পর্যটন মোটেলের ইউনিট ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম অতিথি বাড়ায় খুশি উল্লেখ করে বলেন, ‘ইদে পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে হোটেল-মোটেল ব্যবসায়ীরা। পর্যটক বাড়ায় করোনার ক্ষতি পুষিয়ে নিতে পারবো বলে আশা করি।’

বিজ্ঞাপন

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, ‘খাগড়াছড়িতে পর্যটকদের নিরাপত্তায় প্রতিটি পর্যটন কেন্দ্রে নিয়োজিত আছে পুলিশ। এছাড়া পর্যটকদের ভ্রমণে সব ধরনের সহযোগিতা করছে জেলা পুলিশ।’

সারাবাংলা/এমও

ইদের ছুটি খাগড়াছড়ি পর্যটক

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর