নওগাঁয় ডোবা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২২ ১৩:২২
৭ মে ২০২২ ১৩:২২
নওগাঁ: মহাদেবপুর উপজেলার একটি ডোবা থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শনিবার (৭ মে) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বলিহার ব্রিজের নিচে জমে থাকা পানিতে ওই বৃদ্ধার লাশ দেখতে পান স্থানীয়রা। নওহাটা পুলিশ ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, ওই বৃদ্ধা শাড়ি পরিহিত অবস্থায় ছিলেন। লাশ বেশ কয়েকদিন পানিতে পড়ে থাকায় চেহারা বোঝা যাচ্ছে না।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এএম