Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাজকল্যাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২২ ১২:৫৫

লালমনিরহাট: হৃদরোগে আক্রান্ত হওয়ার পর লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

রোববার (৮ মে) দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদ সারাবাংলাকে বলেন, ‘বাবাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমার বাবা আপাতত আশঙ্কামুক্ত। বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। জানিয়েছেন তার ছেলে রাকিবুজ্জামান আহমেদ। তিনি বলেন, তিনি আশঙ্কামুক্ত। দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।

শনিবার (৭ মে) মধ্যরাত রাতে তাকে রমেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান চিকিৎসক।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে— শনিবার রাতে গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জের বাড়িতে সমাজকল্যাণমন্ত্রী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে অ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটায় তাকে রমেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাকিল গফুরের তত্ত্বাবধানে আছেন।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল রায় জানান, মন্ত্রী মহোদয় দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। এ ছাড়া তার উচ্চমাত্রায় ডায়াবেটিস ছিল।

সারাবাংলা/একে

সমাজকল্যাণমন্ত্রী

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর