Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফকিরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২২ ১৬:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: ফকিরহাটে অজ্ঞাত ব্যক্তির (৪৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মে) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী ব্র্যাক অফিস এলাকায় ফেলে রাখা বৈদ্যুতিক খুঁটির নিচের ঝোপঝাড়ের মধ্য থেকে ফকিরহাট মডেল থানা পুলিশ এই মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির গায়ে হাফহাতা জামা ও লুঙ্গি পরিহিত ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ওই পথ দিয়ে পথচারীরা যাতায়াতের সময় দুর্গন্ধ টের পান। দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে মহাসড়কের পাশে ফেলে রাখা বৈদ্যুতিক খুঁটির নিচে ঝোপঝাড়ের মধ্যে এক ব্যক্তির মরদেহ দেখতে পান তারা। পরে মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
মরদেহের এখনও পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মরদেহটি কয়েকদিন ধরে সেখানে পড়ে ছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যু রহস্য জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার