Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২২ ১৫:১৮

সিরাজগঞ্জ: বালুবাহী ট্রাকের ধাক্কায় সিরাজগঞ্জের বেলকুচিতে তারেক রহমান (৩০) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৯ মে) দুপুরে বেলকুচি উপজেলার আজুগড়া বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তারেক চৌহালী উপজেলার চাঁদপুর উত্তর পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বালুবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা চালক ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মরদেহ এখনও হাসপাতালে রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

ফিরছে শাহরুখ-সানি জুটি
৯ এপ্রিল ২০২৫ ১৮:৩৩

আরো

সম্পর্কিত খবর