Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থপাচার মামলায় গোল্ডেন মনিরের জামিন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২২ ১৮:০০

ফাইল ছবি

ঢাকা: অর্থপাচার মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

সোমবার (৯ মে) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি বোরহান উদ্দিনের আদালত এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। আর আসামির পক্ষে ছিলেন আইনজীবী মো. অজি উল্লাহ।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জানান, গত ২৮ এপ্রিল বিচারপতি এস এম এমদাদুল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গোল্ডেন মনিরকে জামিন দিয়েছিলেন। পরে এই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এর আগে, গত ১১ এপ্রিল অর্থপাচার মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে জামিন প্রশ্নে রুল খারিজ করে করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে তিন মাসের মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলার তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছিলেন আদালত।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।

২০২০ সালের ১১ মে মনিরসহ ১০ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন সিআইডির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম। মামলায় মানিলন্ডারিংয়ের অভিযোগে মনিরের স্ত্রী, ছেলে, মেয়ে ও বোনকেও আসামি করা হয়।

পরে একই বছরের ২০ নভেম্বর রাজধানীর মেরুল বাড্ডায় গোল্ডেন মনিরের বাসায় রাতভর অভিযান চালিয়ে অর্থ, অস্ত্র ও মাদকসহ তাকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার জব্দ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/একে

অর্থপাচার মামলা গোল্ডেন মনির জামিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর