গাইবান্ধা: সুন্দরগঞ্জ উপজেলায় বালতির পানিতে পড়ে রিপা আক্তার নামে ১০ মাস বয়সী এক শিশুর মুত্য হয়েছে। সোমবার (৯ মে) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলুল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন.।
মৃত শিশু রিপা বেলকা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, রিপা আত্তারের মা বাড়ির ভেতরে টিউবয়েলের গোড়ায় গোসল করার জন্য পানি ভর্তি বালতির কাছে শিশু রিপাকে রেখে ঘরের মধ্যে গামছা আনার জন্য যায়। এসময় শিশুটি হামাগুড়ি দিয়ে বালতির পানিতে পড়ে গিয়ে তাৎক্ষনিক মৃত্যু হয়। পরে তার পরিবারের লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।