Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গবেষণার মান বাড়ান— বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি দীপু মনি

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২২ ২২:৩১

ফাইল ছবি: ডা. দীপু মনি

ঢাকা: দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার মান বাড়াতে তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তা না হলে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাক্ষেত্রে বিশ্বমানের স্বীকৃতি পাবে না।

সোমবার (৯ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ১২ দিনব্যাপী সায়েন্টিফিক রিসার্চ স্কুল কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তাগিদ দেন।

দীপু মনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান চর্চা নয়, নতুন জ্ঞান সৃষ্টির ক্ষেত্রও। সেই নতুন জ্ঞান সৃষ্টির জন্য যে গবেষণার প্রয়োজন তাতে আমাদের আরও বেশি মনোনিবেশ করতে হবে।’

তিনি বলেন, ‘এই কর্মশালার মাধ্যমে বিভিন্ন দেশের গবেষকদের নিজস্ব চিন্তা-ভাবনা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। এরকম বিভিন্ন গবেষণাধর্মী কার্যক্রমের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ দেশে গণিত শিক্ষার উন্নয়ন ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

তিনি আরও বলেন, ‘আজকের দুনিয়ায় আমাদের বিশ্ববিদ্যালয়কে যদি বিশ্বমানের স্বীকৃতি পেতে হয়, তাহলে অবশ্যই গবেষণায় ভালো করতে হবে।’

মন্ত্রী মুক্তবুদ্ধির চর্চা বড়াতে হবে উল্লেখ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্তবুদ্ধির চর্চা আরও বাড়াতেই হবে। শিক্ষার মান আরও বাড়াতে হবে। সেইসঙ্গে ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিয়ার একটি সংযোগ তৈরি করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা যদি এমন গ্র্যাজুয়েট তৈরি করি যার সঙ্গে কর্মজগতের কোনো মিল নেই- তাহলে আমরা খুব একটা ভালো করব না।’

এ সময় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, ঢাকায় ফ্রান্স দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. গুইলাউমি অদ্রিন দি কেরদ্রেল উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএস/পিটিএম

গবেষণা ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর