Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২২ ১৭:০৩

ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে পর পর তিন দিন উত্থানের পর মূল্যসংশোধন হয়েছে। মঙ্গলবার (১০ মে) সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে লেনদেন। দিন শেষে দেশের দুই পুঁজিবাজারের সব সূচক কমেছে। সেইসঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। তবে এদিন সূচক ও শেয়ারের দাম কমলেও বেড়েছে আর্থিক লেনদেন।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১ হাজার ২৫৮ কোটি টাকা। এটি আগের দিনের চেয়ে ৪৯ কোটি ৬৯ লাখ টাকা বেশি এবং গত ১৩ ফেব্রুয়ারির পর ডিএসইতে একদিনে সর্বোচ্চ লেনদেন। এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি ডিএসইতে ১ হাজার ২৭৫ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।

বিজ্ঞাপন

এদিকে, মঙ্গলবার ডিএসইতে ৩৮০টি কোম্পানির ৩২ কোটি ২ লাখ ৪৫ হাজার ১২১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছ ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২৫৮ কোটি ৪৯ লাখ টাকা। আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন হয় এক হাজার ২০৮ কোটি টাকা। এছাড়া ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে ৬ হাজার ৬৬৫ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসই শরিয়া সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৪৪৮ পয়েন্টে, ডিএসইএ-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ২ হাজার ৪৩৫ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, এদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০৯টি কোম্পানির ১ কোটি ৫৩ লাখ ৩৮ হাজার ৯৭১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে ৪৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন সোমবার লেনদেন হয়েছিল ৩১ কোটি ৭৯ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১০৮ পয়েন্ট কমে ১৯ হাজার ৫৩১ পয়েন্ট নেমে আসে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

পুঁজিবাজার লেনদেন

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর