Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার জায়গা নিলো চেক প্রজাতন্ত্র

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২২ ২১:৫৬

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার জায়গা নিলো চেক প্রজাতন্ত্র। মঙ্গলবার (১০ মে) জাতিসংঘের সাধারণ পরিষদ জেনেভাভিত্তিক মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে চেক প্রজাতন্ত্রকে নির্বাচিত করে। এর আগে, গত মাসে ইউক্রেনের বুচায় গণকবর পাওয়ার পর রাশিয়াকে মানবাধিকার কাউন্সিল থেকে বের করে দেয় জাতিসংঘের সাধারণ পরিষদ।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ৪৭টি দেশের প্রতিনিধিত্ব রয়েছে। ২০২৩ সালে রাশিয়ার সদস্যপদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত মাসে রাশিয়ার সদস্যপদ থাকা উচিত কি না এমন প্রশ্নের উপর ভোটাভুটিতে ৯৩-২৪ ভোটে হেরে যায় দেশটি। ফলে শূন্যস্থান পূরণে নতুন সদস্য নির্বাচনে মঙ্গলবার ভোটাভুটি হয়। এতে ১৫৭-২৩ ভোটে নির্বাচিত হয় চেক প্রজাতন্ত্র।

বিজ্ঞাপন

বর্তমান কাউন্সিলের মেয়াদ আছে আর প্রায় এক বছর। এই সময়ের জন্য নির্বাচিত হয়েছে চেক প্রজাতন্ত্র। এদিকে, বৃহস্পতিবার মানবাধিকার কাউন্সিলে ইউক্রেন ইস্যুতে এক অধিবেশন চালুর কথা রয়েছে। ওই অধিবেশনে ইউক্রেনের মারিউপোলে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর