না.গঞ্জ বন্দরে ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ পুনরায় বিচ্ছিন্ন
১০ মে ২০২২ ২২:৫২
নারায়ণগঞ্জ: জেলার বন্দর এলাকায় চার হাজার অবৈধ গ্যাস সংযোগ তৃতীয়বারের মতো বিচ্ছিন্ন করেছে তিতাসের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চার কিলোমিটার এলাকা বিস্তৃত অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ বিপুল পরিমাণ অবৈধ পাইপ জব্দ করা হয়।
মঙ্গলবার (১০ মে) দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উপজেলার কুঁড়িপাড়া চৌরাস্তা ও বাগে জান্নাত জামে মসজিদ রোডে এই অভিযান পরিচালিত হয়। তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক সুরুজ আলম এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে সুরুজ আলম জানান, এর আগে দুই দফায় কুঁড়িপাড়া চৌরাস্তা, কুঁড়িপাড়া বাগে জান্নাত জামে মসজিদ রোড, ইস্পাহানি বাজার ও চাপাতলা এলাকায় চারটি স্থানের ১৭ কিলোমিটার এলাকা বিস্তৃত আট হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমাণ আদালত।
সর্বশেষ গত ৪ মার্চ দ্বিতীয়বারের মতো এই অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় পুনরায় সংযোগ নিয়ে অবৈধভাবে গ্যাস ব্যবহার শুরু হয়। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিতাসের কর্মকর্তা সুরুজ আলম।
সারাবাংলা/এনএস