Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাঁসির দণ্ডপ্রাপ্ত শায়লার ডেথ রেফারেন্স হাইকোর্টে

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মে ২০২২ ১৫:৩২

মৃত্যুদণ্ডের রায়ের পর শায়লা

ঢাকা: গাইবান্ধায় মাদক মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পারভীন বেগম শায়লার (৩৮) ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে।

মঙ্গলবার (১১ মে) সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৩ এপ্রিল পারভীন বেগম শায়লার মৃত্যুদণ্ড অনুমোদনের ডেথ রেফারেন্স ও মামলার যাবতীয় নথি গাইবান্ধার আদালত থেকে হাইকোর্টে এসেছে। এখন নিয়মানুযায়ী ডেথ রেফারেন্স শাখা মামলার পরবর্তী প্রক্রিয়া শুরু করবে।

এর আগে, গত ৩১ মার্চ গাইবান্ধায় মাদক মামলায় পারভীন বেগম শায়লার মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে খালাস দেন আদালত। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন-বিপুল মিয়া, রমজান আলী, সাজু মিয়া ও সোহাগ হাসান।

গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৮ ডিসেম্বর দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসটিতে থাকা পারভিন বেগমের হাতব্যাগ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পারভীনকে প্রধান আসামি করে পাঁচজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।পারভীন গোবিন্দগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বর্ধনকুঠি এলাকার মৃত মছির উদ্দিনের স্ত্রী।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

শায়লার ডেথ রেফারেন্স হাইকোর্টে


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর