‘আওয়ামী লীগে থেকেও কোটি কোটি টাকা পাচার করে, এরা কারা?’
১২ মে ২০২২ ১৪:০৯
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে থেকেও কোটি কোটি টাকা পাচার করে, এরা কারা?— এদের চিহ্নিত করতে হবে।
বৃহস্পতিবার (১২ মে) সকালে ফরিদপুরর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ শহর ক্যাম্পাসে যুক্ত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আজ বহুদিন পর ফরিদপুরে সম্মেলন হচ্ছে। এই জেলায় বিগত কয়েক বছরের সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক অবস্থাও সুখকর নয়। অনেক দুভার্গ্যজনক ঘটনা ঘটে গেছে, অনেক রক্তপাত হয়েছে। উপজেলা পর্যায়ে হয়েছে, ফরিদপুর শহরেও হয়েছে।’
সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এর পুনরাবৃত্তি যেন না ঘটে। যারা চিহ্নিত মাদকসেবক, মাদকব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত ভূমিদস্যু, চিহ্নিত চাঁদাবাজ- তাদের কোনো অবস্থায় দলের কোন পর্যায়ের নেতৃত্বে রাখা যাবে না।’
তিনি বলেন, ‘নেত্রী নির্দেশ দিয়েছেন- যারা নির্বাচনে আওয়ামী লীগ, শেখ হাসিনা ও নৌকার বিরোধিতা করেছে, মদদ দিয়েছে তাদের নেতৃত্বের বাইরে রেখে সম্মেলন প্রস্তুতি কমিটি করতে হবে। এর পর সম্মেলন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করি, এই সংকটে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে যারা সঠিক নেতৃত্ব দিতে পারবেন এবং যারা সৎ ও ত্যাগী- ফরিদপুরের নেতাকর্মীরা এই সম্মেলনে তাদেরকেই কাছে টেনে নেবেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘বসন্তের কোকিলরা দুঃসময়ে থাকে না। বসন্তের কোকিলদের নেতা বানিয়ে লাভ নেই। আজ দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। দুঃসময় এলে সুবিধাভোগীদের হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও পাওয়া যাবে না। দুঃসময়ের নেতারাই পার্টির সঙ্গে থাকে। পার্টির সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যায়।’
ওবায়দুল কাদের সম্মেলনের সফলতা কামনা করেন এবং সশরীরের উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ এবং প্রধান বক্তা হিসেবে ঢাকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত আছেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করছেন সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত আছেন সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম প্রমুখ।
সারাবাংলা/এনআর/পিটিএম