Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে শ্রমবাজার সম্প্রসারণ করতে চায় সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২২ ১৮:৪৩

ঢাকা: গত কয়েক বছর ধরেই জনশক্তি রফতানিতে ভালো খবর নেই। তার ওপরে মহামারি করোনার কারণে গত দুই বছর জনশক্তি রফতানি একেবারে শূন্যে নেমে এসেছিল। বাংলাদেশ বর্তমানে যেসব দেশে কর্মী পাঠাচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। বাজারটি ধরে রেখে আরও সম্প্রসারিত করতে চায় সরকার।

বৃহস্পতিবার (১২ মে) ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলানের সঙ্গে বৈঠকে এ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠকে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন তারা। সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, স্বল্পতম সময়ে ন্যূনতম অভিবাসন ব্যয়ে আরও বেশি সংখ্যক কর্মী পাঠানো, কর্মী নিয়োগ প্রক্রিয়ায় মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম প্রতিরোধে কাজ করার ওপরে গুরুত্ব দেন তারা। পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসু আলোচনা করেন তারা।

উল্লেখ্য, বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। দেশটিতে প্রতিবছর কয়েক লাখ শ্রমিক কাজ নিয়ে যায়। আবার নানা হয়রানির অভিযোগও রয়েছে দেশটির নিয়োগকর্তাদের বিরুদ্ধে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মো. শহিদুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইকবাল হুসাইন খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব মো. জিয়াউল হক, বায়রা’র প্রশাসক মো. দাউদুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

শ্রমবাজার সম্প্রসারণ

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর