‘ক্র্যাক প্লাটুন সদস্য জামাল খান সত্যনিষ্ঠ মানুষ ছিলেন’
১৪ মে ২০২২ ১৮:৫৯
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ক্র্যাক প্লাটুন এর অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ জামাল খান অত্যন্ত নির্লোভ, নিরহংকারী, সজ্জন ও সত্যনিষ্ঠ মানুষ ছিলেন। ভালো আচরণ এবং সবসময় মানুষের পাশে থাকার গুণের কারণে সবাই তাকে ভালোবাসতেন। তার মৃত্যুতে আমরা একজন নির্লোভ ও সাদামাটা বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছি।
শনিবার (১৪ মে) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে মোহাম্মদ জামাল খানের স্মরণে অনুষ্ঠিত শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ এই শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘ক্র্যাক প্লাটুন এর অন্যতম সদস্য জামাল খান একজন সৎ ও সদালাপী মানুষ ছিলেন। তিনি সাদামাটা জীবনযাপন করতেন। তার মতো সাদামনের মানুষ পাওয়া খুবই বিরল। মহান মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি তার কর্মের মাধ্যমে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।’
সবাইকে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ জামাল খানের মতো নির্লোভ মানুষ ও দেশপ্রেমী হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা জামাল খান দেশের প্রতি অবিস্মরণীয় ভালোবাসা দেখিয়েছেন। তিনি সবার ভালোবাসা পেয়েছেন। রূপগঞ্জের অধিকাংশ মানুষ তার প্রশংসা করেছে। তার কোনো লোভ ছিল না। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন।’
মন্ত্রী আরও বলেন, ‘সেই পাকিস্তান আমল থেকে আমরা একসঙ্গে। তার পরিবার যেন ভালো থাকে সেই ব্যবস্থা আমি করব। সবাই জামাল খানের জন্য মাগফিরাতের জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আগামী নির্বাচনের জন্য তিনি নৌকার পক্ষে কাজ করতে শুরু করেছিলেন। তিনি ছেলে-মেয়েদেরকে ভোটার হওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন। তার চলে যাওয়ায় আমাদের অনেক ক্ষতি হলো।’
রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদারের সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম এর সঞ্চালনায় শোক সভায়, আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমাল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ, সহ-সভাপতি নাজমুল হাসান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন তপু, সাংগঠনিক সম্পাদক মিরাজ মোল্লা, তারাবো পৌরসভা ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন বাদল, সাধারণ সম্পাদক মনির খান সুমেলসহ উপজেলার ২টি পৌরসভা ও ৭ টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
পরে ক্র্যাক প্লাটুন এর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
গত ৭ মে সকাল সাড়ে ৯টায় ক্র্যাক প্লাটুন এর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খান রাজধানীর খিলগাঁওয়ের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
সারাবাংলা/একে