Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি চাইলে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে থাকতে পারে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মে ২০২২ ২২:০০

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপির নেতাকর্মীরা যদি বাংলাদেশে ছেড়ে চলে যায়, তাতে দেশের মানুষের কোনো সমস্যা নেই। কিন্তু দেশের মধ্যে থেকে কোনো বিশৃঙ্খলা করলে জনগণ আপনাদের (বিএনপি) বিতাড়িত করবে। চাইলে আপনারা রোহিঙ্গা ক্যাম্পে গিয়েও থাকতে পারেন। থাকার সুন্দর ব্যবস্থা আছে।

তিনি বলেন, শেখ হাসিনা আরও ভালো ব্যবস্থা করেছেন ভাসানচরে। চাইলে সেখানে গিয়েও থাকতে পারেন। মানবিক আওয়ামী লীগ ও শেখ হাসিনা আপনাদের (বিএনপিকে) আশ্রয় দেবে।

বিজ্ঞাপন

রোববার (১৫ মে) বিকেলে আজিমপুর গভ. স্কুল অ্যান্ড কলেজের শেখ হাসিনা অডিটোরিয়ামে লালবাগ থানার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আওয়ামী লীগের লড়াই দেশের মানুষের জন্য, বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ বিনির্মাণের পক্ষে। বিএনপির নেতাকর্মী বলছে, বাংলাদেশ হবে শ্রীলংকার মতো। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলাদেশ কখনও শ্রীলংকা হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশ।’

আওয়ামী লীগ দেশকে ভালোবাসে উল্লেখ করে দলটির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় আওয়ামী লীগ আছে, থাকবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মানবিক। তাই দলের নেতাকর্মীরা মানবিক। সেজন্য রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন জননেত্রী। শেখ হাসিনা মানবিক বলেই সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে বাসায় থাকার সুযোগ দিয়েছেন।’

বিজ্ঞাপন

ফারাক্কা দিবস নিয়ে বিএনপি মহাসচিব মিথ্যাচারে ব্যস্ত উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপির আমলে ভারতে খালেদা জিয়ার সফর শেষ তাকে যখন সাংবাদিকরা তিস্তা চুক্তি নিয়ে জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি বলেছিলেন, এই বিষয় তো আমি ভুলেই গেছি। এই হলো বিএনপির দেশ প্রেমের নামে অপরাজনীতি। আর আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের সপক্ষের দল। আওয়ামী লীগ একমাত্র সাহসী দল। এজন্যই যুদ্ধাপরাধীদের বিচার করে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামাত সবসময় বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ধ্বংসের চেষ্টায় থাকে । দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে। এদের একটাই স্বপ্ন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজনৈতিক ফায়দা লোটা। এরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার করে। এরা বিদেশে অর্থ দিয়ে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরা সবসময় বাংলাদেশের অগ্রগতি থামানোর জন্য মিথ্যাচার করতে থাকে। এরা কখনো চায় না বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ উন্নত, সমৃদ্ধশালী একটি রাষ্ট্রে পরিণত হোক।’

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশের মানুষের জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যিনি দেশের মানুষের ভ্যাগের পরিবর্তনের জন্য দেশকে ধাপে ধাপে এমন এক জায়গায় নিয়ে গেছেন যে, বিশ্বের মানুষের কাছে এক উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশ আজ বিশ্বে প্রতিষ্ঠিত। যার সব কিছু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। তিনি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সব সময় কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে যোগ্য নেতৃত্ব দিয়ে জাতির পিতার সোনার বাংলাদেশ গড়ব।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘সামনে আমাদের জাতীয় নির্বাচন। নির্বাচন সংবিধান অনুযায়ী নিয়ম মেনেই হবে। বিএনপি জামাতের কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বানচাল করতে পারবে না। আর আমরা যদি নীতি আদর্শ ঠিক রাখতে রাখি তাহলে তাদের সব ষড়যন্ত্র আমরা রুখতে পারব এবং তাদের সকল অপরাজনীতি প্রতিহত করতে পারব। আমাদের সব সময় সজাগ থাকতে হবে।’

সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান মানিকের সঞ্চালনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এফ এম শরিফুল ইসলাম, সদস্য আনিসুর রহমান সরকার, রাকিব হাসান সোহেল, আমিনুল ইসলাম শামীম, অপু বড়ুয়া,লাভলী চৌধুরী, লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান জামাল প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম

আ ফ ম বাহাউদ্দিন নাছিম আওয়ামী লীগ বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর