Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোটারী ক্লাব বনানীর সম্মাননায় সিক্ত ৫ বিশিষ্টজন, ১ প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২২ ২৩:১৭

ঢাকা: সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে পাঁচ ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা জানিয়েছে রোটারী ক্লাব বনানী, ঢাকা।

সম্মাননাপ্রাপ্তরা হলেন— পরিবেশ রক্ষায় সৈয়দা রিজওয়ানা হাসান, সাংস্কৃতিক আন্দোলনে অধ্যাপক মলয় ভৌমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্ষায় সন্জীব দ্রং, সামাজিক কর্মকাণ্ডে ড. সেলিনা খাতুন এবং স্তন ও জরায়ু ক্যানসার সচেতনতা নিয়ে কাজ করায় রোটারিয়ান-অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। এছাড়া স্বেচ্ছায় রক্তদান ও করোনাকালে বিশেষ দাফন কার্যক্রমের জন্য এই সম্মাননা পেয়েছে কোয়ান্টাম ফাউন্ডশন।

বিজ্ঞাপন

রোববার (১৫ মে) সন্ধ্যায় বনানীর বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবে এ সংবর্ধনা দেওয়া হয়। এদিন সম্মাননা প্রদান ছাড়াও রোটারী ক্লাব বনানী, ঢাকা আয়োজিত ফেলোশিপ ডে’তে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। ফজল মিয়া ও তার দলের গাজীর পটের গান পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে এই আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বনানীর সদস্যসহ রোটারি জেলা ৩২৮১-এর সাবেক গভর্নর মো. গোলাম মোস্তফা, মো. শামসুল হুদা, এস এম শওকত, খায়রুল আলম ও রোবায়েত হোসেন; ভবিষ্যৎ গভর্নর ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, আশরাফুজ্জামান নান্নু ও ইব্রাহিম খলিল আল জায়েদ পিনাক; এবং পাস্ট প্রেসিডেন্ট ডা. রোমেল ও বিপ্লবসহ অন্যরা।

ক্লাব প্রেসিডেন্ট ইসমত আরা চৌধুরীর তার বক্তব্যে বলেন, রোটারী সারাবিশ্বে পোলিও দূর করতে পেরেছ। কিন্তু এখনো অনেক সমস্যা রয়ে গেছে। সেগুলো দূর করতে আমরা বদ্ধপরিকর। রোটারী ক্লাব বনানী, ঢাকার প্রধান লক্ষ্য পিছিয়ে পড়া মানুষকে শুধু সহায়তা নয়, স্বনির্ভর করে তোলা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/টিআর

রোটারী ক্লাব রোটারী ক্লাব বনানী সম্মাননা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর