Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতুর টোল অত্যন্ত বেশি: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মে ২০২২ ২১:৩০

ঢাকা: পদ্মাসেতুতে যাতায়াতে সরকারের নির্ধারিত টোল ‘অত্যন্ত বেশি’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ মে) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ বিষয়ে আমরা পুরোপুরি স্টাডি করিনি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে, অত্যন্ত বেশি নির্ধারণ করা হয়েছে। এতে করে যারা যাতায়াত করবেন তাদের আগে যে ব্যয় হতো তার থেকে অনেক বেশি ব্যয় হবে। অন্যান্য যে সেতু আছে, যেমন- যমুনা সেতুতে পরাপারে যে টোল নেওয়া হয় তার চেয়ে অনেক বেশি আনুপাতিক হারে পদ্মাসেতুতে টোল ধরা হয়েছে। অল মোস্ট ডাবল।’

বিজ্ঞাপন

‘পদ্মাসেতুর ওপর দিয়ে বিএনপি নেতারা যাতায়াত করতে গেলে তাদের ক্ষমা চেয়ে যাতায়াত করতে হবে’- আওয়ামী লীগের নেতা-মন্ত্রীদের এ রকম বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘এসব কথা আমরা ইগনোর করি। এসব অপ্রকৃতিস্থ লোকদের মতো কথা। ওটা কী উনাদের (আওয়ামী লীগের) পৈত্রিক সম্পত্তি দিয়ে বানিয়েছেন না কি আমাদের জনগণের টাকা দিয়ে বানিয়েছেন। পুরোটাই তো আমাদের পকেটের টাকা কেটে নিয়েছেন। ১০ হাজার কোটি টাকার প্রকল্প ৩০ হাজার কোটি টাকাতে নিয়ে ওখান থেকে চুরি করেছেন। সুতরাং এ সমস্ত কথা তাদের মুখে শোভা পায় না।’

সারাবাংলা/এজেড/পিটিএম

পদ্মাসেতু বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর