Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বজ্রপাতে তিন শিশু নিহত, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২২ ১৪:৪২

সুনামগঞ্জ: তাহিরপুর উপজেলায় বাদাম ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিন শিশু নিহত এবং কমপক্ষে ৪ জন বাদামচাষী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২টায় জেলার তাহিরপুর উপজেলার সুন্দর পাহাড়ী গ্রামের পাশে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের বাদাঘাট, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মারা যাওয়া শিশুরা হলো, সুন্দরপাহাড়ি গ্রামের কৃষক আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর আলীর মেয়ে রিপা বেগম ও আবুল আজিজের ছেলে আমিরুল (১১)।

বিজ্ঞাপন

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, পাহাড়ী ঢলে বাদাম ক্ষেত ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় সুন্দর পাহাড়ী গ্রামের বাদাম চাষীরা পরিবারের শিশু মহিলাসহ সকলকে নিয়ে বাদাম তুলতে যান। দুপুর ১২টায় বজ্রঝড়ের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই শিশু তাওহিদা বেগম, রিপা বেগম ও আমিরুল মারা যায়। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতদের তাহিরপুর, বাদাঘাট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চেয়ারম্যান নিজাম জানান, নিহতদের পরিবারের হাতে পাঁচ হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসএ

বজ্রপাতে তিন শিশু নিহত

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর