Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় ট্রলার ডুবে নিখোঁজ ২ শ্রমিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২২ ১৫:০৮

ফাইল ছবি

মুন্সীগঞ্জ: সিলেট থেকে ফরিদপুর যাওয়ার পথে মুন্সিগঞ্জের পদ্মা নদীতে ঢেউয়ের কবলে ধানবাহী ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। শনিবার (২১ মে) সকাল ৬টার দিকে লৌহজং উপজেলার মাওয়া সংলগ্ন নদীর পদ্মা সেতুর অদূরে মাঝনদীতে এঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, হেলাল (৩৫) ও দাদন (৪০)। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার অভিযানে ঘটনাস্থলে পৌঁছায়।

উদ্ধার অভিযানে আসা ফায়ার সার্ভিসের ডুবরি দলের প্রধান আবুল খায়ের জানান, ডুবে যাওয়া ট্রলারটিতে ১৫ জন ধান কাটার শ্রমিক সিলেট থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। সকালে মাওয়া এলাকায় পৌঁছালে তীব্র ঢেউ ও প্রবল স্রোতের কবলে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ১৩ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ থাকে। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে ঘটনাস্থলে পৌছায় আমাদের টিম। তবে নদীতে তীব্র স্রোতের কারণে অভিযান শুরু করা যাচ্ছে না। সাতঁরে তীর উঠা ১৩ জন শিমুলিয়াঘাটে নিরাপদে রয়েছে। নিখোঁজদে ঠিকানা শনাক্ত হয়নি।

সারাবাংলা/এসএসএ

টপ নিউজ ট্রলার ডুবে নিখোঁজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর