Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পদ্মাসেতুতে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখার অপেক্ষায়’

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মে ২০২২ ১৭:৩৮

ঢাকা: বহুল প্রত্যাশিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনের সারসংক্ষেপ রোববার (২২ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যার সেই স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে। আর বেশি দূরে নয়। জুন মাসেই পদ্মাসেতুতে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পারবে।

শনিবার (২১ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

১৩ বছর আগের এবং বর্তমান সময়ের বাংলাদেশের তুলনা করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই দেশের চেহারা পাল্টে গেছে। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ অন্ধকার থেকে আলোর পথের যাত্রী। শেখ হাসিনা এসেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু জাতিকে রাজনৈতিক স্বাধীনতা দিয়েছেন, আর শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। আমাদের আজকের মুক্তি সংগ্রামের কাণ্ডারি শেখ হাসিনা।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক যখন আমাদের চোর অপবাদ দিয়ে পদ্মাসেতুর অর্থায়ন থেকে সরে যায়; যখন শেখ রেহানা, জয়, পুতুল, ববিসহ বঙ্গবন্ধু পরিবারকে হেনস্তা হতে হয়, তখন এই বাংলায় ঐতিহাসিক ৭ মার্চের মহানায়কের মতো বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে উঠেছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি বলেছিলেন, বিশ্বব্যাংক চলে গেলেও আমাদের টাকা দিয়ে আমরা পদ্মাসেতু করব।’

বিজ্ঞাপন

পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ছাত্রলীগের নেতাকর্মীদের আগাম আমন্ত্রণ জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আগামীকাল নেত্রীকে সামারি পাঠাব, তিনি যে সময় নির্ধারণ করে দেবেন, সেই সময়ে আমরা পদ্মাসেতুর শুভ উদ্বোধন করব। ছাত্রলীগকে আমি আগাম দাওয়াত দিয়ে গেলাম।’

আওয়ামী লীগ নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী রাজনৈতিক দল বিএনপিই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসবে জনগণের ম্যান্ডেট নিয়ে। কারণ, আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ। দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। আগামী জাতীয় নির্বাচনে জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ের বন্দরে পৌঁছবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা দেশে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ অন্ধকার থেকে আলোর পথের যাত্রী। শেখ হাসিনা এসেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুকন্যা দেশে এসেছিলেন বলেই অবরুদ্ধ গণতন্ত্র আজ শৃঙ্খল মুক্ত হয়েছে।’

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ। সভা পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের ছাত্রলীগ টপ নিউজ পদ্মাসেতু পূর্ণিমার চাঁদ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর