Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় জ্বালায় মির্জা ফখরুল, একহাত নিলেন ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মে ২০২২ ১৮:১০

ঢাকা: দেশের মানুষ ভালো থাকলে বিএনপির মন খারাপ হয়, মির্জা ফখরুলের মন খারাপ হয় দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালা হায়রে জ্বালা! অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকায় তরুণ প্রজন্মের মেট্রোরেল হয়েই গেল। কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস; সারা বাংলাদেশ ঘুরে দেখুন। এতকিছু শেখ হাসিনা করে ফেলল, কিছুই পারলাম না। তাই ফখরুল সাহেবের জ্বালা, বড় অন্তর জ্বালা!

বিজ্ঞাপন

শনিবার (২১ মে) সকালে ছাত্রলীগ আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা মেয়াদে মেগাপ্রজেক্টসহ সারাদেশে নানামুখী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের চিত্র তুলে ধরেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আর কী দেবেন, একজন মানুষ আর কী দিবেন একটি জাতিকে? বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতা দিয়েছেন শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি দিচ্ছেন। আমাদের মুক্তির সংগ্রামের কাণ্ডারি আজ শেখ হাসিনা।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষ ভালো, বিএনপির মন খারাপ? দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ হয়? জ্বালা হায়রে জ্বালা! অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকায় তরুণ প্রজন্মের মেট্রোরেল হয়েই গেল। কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস; সারা বাংলাদেশ ঘুরে দেখুন।’

‘ফখরুল সাহেব, জ্বালা বড় অন্তর জ্বালা? এতকিছু শেখ হাসিনা করে ফেলল, কিছুই পারলাম না’ বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন আসছে, কী দেখাবেন? কী দেখিয়ে ভোট চাইবেন ? নেতাটা কে, পলাতক দণ্ডিত তারেক রহমান? প্রধানমন্ত্রী কে হবেন, দণ্ডিত ব্যক্তি? কে হবেন প্রধানমন্ত্রী?

বিগত সময়ে সরকার পতনে বিএনপির আন্দোলন হুমকিকে তাচ্ছিল্য করে ওবায়দুল কাদের বলেন, ‘১৩ বছর আন্দোলন করলেন, ঈদ আসলেই কয় পরবর্তী? ঈদ আসলেই বলে ঈদের পর? পরীক্ষা হলে বলে পরীক্ষার পর? ১৩ বছরে কত ঈদ এলো আর গেল? কত পরীক্ষা এলো আর গেল? দেখতে দেখতে প্রায় ১৪ বছর? আন্দোলন হবে কোন বছর? সেখানেও ফেইল করেছেন, নির্বাচনেও ফেইল করেছেন।’

বিজ্ঞাপন

‘এখন বলে আওয়ামী লীগ সন্ত্রাস করে পরবর্তী নির্বাচনে জিতবে? বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল। কানাডায় এক নেতা অ্যাসাইলাম চাইতে গেছিল, সেখানে আদালত রায় দিয়েছে- বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনের নেতাকে অ্যাসাইলাম দেয়া যায় না। কি মনে পড়ে না? যুক্তি দিয়ে কথা বলবেন।’

তিনি বলেন, ‘তাদের সন্ত্রাস আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সন্ত্রাস করে তারা ক্ষমতায় এসেছে। আমাদের শক্তি, শেখ হাসিনার শক্তির উৎস এদেশের মাটি এদেশের জনগণ। জনগণকে সঙ্গে নিয়ে আবার শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে আবারও বিজয়ের বন্দরে পৌঁছাব।’

বাংলাদেশকে শ্রীলংকা, পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের বক্তব্যের কঠোর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যতদিন শেখ হাসিনা নেতৃত্বে থাকবে ততদিন বাংলাদেশ- শ্রীলংকা, আফগানিস্তান কিংবা পাকিস্তানের সঙ্গে তুলনা নয়, বাংলাদেশকে তুলনা করা হবে আমেরিকা, ইউরোপের সঙ্গে।’

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ।

সভা পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ মির্জা ফখরুল শেখ হাসিনা

বিজ্ঞাপন

কবি নজরুল কলেজ বন্ধ ঘোষণা
২৫ নভেম্বর ২০২৪ ২০:১১

বিদেশ বিভুঁই। ছবিনামা-২
২৫ নভেম্বর ২০২৪ ২০:০১

আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৩৪
২৫ নভেম্বর ২০২৪ ১৯:৫২

আরো

সম্পর্কিত খবর