প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাত ব্যক্তির ঝলসানো লাশ উদ্ধার
২৪ মে ২০২২ ১৭:২২
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায় একটি প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাত এক ব্যক্তির ঝলসানো লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির বয়স হবে আনুমানিক ৩০ থেকে ৪০ বছর।
মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
যাত্রাবাড়ী থানার (পরিদর্শক তদন্ত) আয়ান মাহমুদ জানান, সকালে খবর পেয়ে যাত্রাবাড়ী মাতুয়াইল মৃধাবাড়ি প্রতিবাদী ক্লাবের সামনে প্লাস্টিকের নীল রঙের ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের পা শরীর থেকে বিচ্ছিন্ন এবং দাহ্য পদার্থ দ্বারা ঝলসানো ছিল। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা অজ্ঞাত স্থানে তাকে হত্যা করে ড্রামের ভেতর দাহ্য পদার্থ দিয়ে ঝলসিয়েছে।
তিনি জানান, সিআইডির ফরেনসিক বিভাগ সেখানে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এছাড়া কী ধরনের দাহ্য পদার্থ ড্রামের ভেতরে ছিল সেগুলো পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম