Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুষের ৮০ হাজার টাকাসহ কারখানা অধিদফতরের উপ-পরিদর্শক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মে ২০২২ ২১:০১ | আপডেট: ২৬ মে ২০২২ ০০:২৭

ঢাকা: লাইসেন্স নবায়ন ও মামলার ভয় দেখিয়ে ঘুষের ৮০ হাজার টাকা গ্রহণকালে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের উপ-মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার ( ২৫ মে) দিনাজপুরে নিজ কার্যালয়ে ঘুষ নেওয়ার সময় দুদকের উপ-পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে।

কমিশন সূত্রে জানা যায়, লাইসেন্স নবায়ন ও মামলার ভয় দেখিয়ে ঈশান অ্যাগ্রো অ্যান্ড ফুডের কাছ থেকে তিনি ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার হন। এ বিষয়ে গ্রেফতার মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

যে কোনো দুর্নীতি প্রতিরোধ গত কয়েক বছর ধরে ফাঁদ মামলা করে আসছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই ধারাবাহিকতায় কমিশনে যে কোনো দুর্নীতির তথ্য দিলে কমিশন তা যাচাই-বাছাই করে অভিযান পরিচালনা করে থাকে।

যে কোনো দুর্নীতির তথ্য কমিশনের হটলাইন ১০৬ বা দুদকের যে কোনো অফিসে সরাসরি দেওয়া যাবে।

সারাবাংলা/এসজে/একে

দুদক দুর্নীতি দমন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর