Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের কার্যক্রম অবৈধ ঘোষণা চেয়ে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২২ ১৬:৫৮ | আপডেট: ২৬ মে ২০২২ ১৯:৫০

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মাদ কাদেরের (জি এম কাদের) যাবতীয় কার্যক্রম অবৈধ ঘোষণা চেয়ে ঢাকার একটি দেওয়ানি আদালতে মামলা করেছেন দলের কেন্দ্রীয় কমিটির এক সদস্য।

বৃহস্পতিবার (২৬ মে) ঢাকার দ্বিতীয় সহকারী জজ মো. জুলফিকার হোসাইন রনির আদালতে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাফিজ মাহবুব মামলাটির আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের প্রতি সমন জারি করেছেন।

বিজ্ঞাপন

মামলায় জি এম কাদের ছাড়াও জাতীয় পার্টির মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে।

মামলায় এজাহারে বলা হয়েছে, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এরপর বিবাদী জি এম কাদের হাইকোর্ট বিভাগের একটি রিট মামলা বিচারাধীন থাকার পরও জাল-জালিয়াতির মাধ্যমে ওই বছরের ২৮ ডিসেম্বর কাউন্সিল করে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন।

এজাহারে আরও বলা হয়েছে, গত ৫ মার্চ গাজীপুর মহানগর কমিটির উপদেষ্টা আতাউর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক সবুর শিকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. আজিজকে বহিষ্কার করেন, যা অবৈধ।

২০১৯ সালের ২৮ ডিসেম্বরের কাউন্সিলসহ চলতি বছর ৫ মার্চের বহিষ্কার আদেশ অবৈধ ঘোষণা করতে এবং হাইকোর্ট বিভাগের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির পরবর্তী কাউন্সিল স্থগিত রাখতে মামলায় আদেশ চাওয়া হয়েছে।

সারাবাংলা/এআই/টিআর

আদালতে মামলা জাপা চেয়ারম্যান জি এম কাদের

বিজ্ঞাপন

৯ দিন পর খুলল আদালত
৬ এপ্রিল ২০২৫ ১০:০৬

আরো

সম্পর্কিত খবর