স্কুলের টেবিল চেয়ার ও গাছ বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক
২৭ মে ২০২২ ১৯:০১
ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের টেবিল চেয়ার ও সরকারি গাছ বিক্রিসহ সম্পদ আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি নাইমুর রহমান রাজিব বলেন, ‘পরিচালনা পরিষদের কোনো সদস্যকে না জানিয়ে প্রধান শিক্ষক রুনা লায়লা প্রতিষ্ঠানের ৪০ মনের অধিক গাছ ও প্রতিষ্ঠানের রড বিক্রি করে দিয়েছেন। এমনকী পাশ্ববর্তী একটি বাড়িতে ৩০ থেকে ৪০ টি বেঞ্চ গোপনে বিক্রয়ের জন্য লুকিয়ে রেখেছেন।’
তবে প্রধান শিক্ষক রুনা লায়লা বলেন, ‘ঝড়ে ভেঙে পড়া অল্পকিছু গাছ ও তার ডালাপালা বিক্রি করা হয়েছে। একটি বাড়িতে কিছু বেঞ্চ রাখা আছে তবে সে গুলো বিক্রয়ের জন্য নয়।’
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এগুলো বিক্রি করা যায় কি না জানতে চাইলে প্রধান শিক্ষক রুনা লায়লা বলেন, ‘এটি আমার ভুল হয়েছে। তবে আমি আমার ঝিনাইদহ সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) হাসান মাসুদ স্যারকে মৌখিকভাবে জানিয়েছিলাম।’
ঝিনাইদহ সদর উপজেলা এটিও হাসান মাসুদ বলেন, ‘বিষয়টি আমরা অবগত আছি। তবে প্রতিষ্ঠানের সভাপতির সঙ্গে আলোচনা ছাড়া বিক্রি বা চেয়ার টেবিলগুলো বাইরে রাখা ঠিক হয়নি।’
সারাবাংলা/একে