Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পদ্মাসেতু ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় স্থাপনা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২২ ১৭:২৫

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মাসেতু শুধু একটি সেতু নয়, ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় স্থাপনা। যা বাংলাদেশকে গর্বের জায়গায় নিয়ে গেছে।

তিনি বলেন, ৭১ এ যেভাবে আমরা অহংকার ও গর্বের জাতিতে পরিচিত হয়েছিলাম আজকে এই সেতুর মাধ্যমে প্রধানমন্ত্রী বাংলাদেশকে আবার সেই জায়গায় নিয়ে গেছেন। আমরা যে পারি, বাংলাদেশ যে পারে পৃথিবীর বুকে সেই সক্ষমতার পরিচয় তুলে ধরেছেন শেখ হাসিনা।

শনিবার (২৮ মে) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে নৌ নিরাপত্তা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিন, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা আ.লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ আরও অনেকে।

সারাবাংলা/একেএম

খালিদ মাহমুদ চৌধুরী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর