নেত্রকোনা: সদর উপজেলার চল্লিশা থেকে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. শারমিন আক্তার (১৭) নামের এক কিশোরীকে আটক করেছে র্যাব। সে আনসার উল নামের একটি জঙ্গি সংগঠনের সদস্য। নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করার পর শনিবার (২৮ মে) আদালতের মাধ্যমে তাকে সংশোধনাগারে পাঠানো হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, র্যাব-৩ এর অভিযানে আটক সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মুগরাটিয়া কান্দাপাড়া গ্রামের সবুজ মিয়ার মেয়ে শারমিনের জঙ্গি কাজে জড়িত। সে দীর্ঘদিন ধরে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে নানা বার্তা আদান করছিলো। প্রধানমন্ত্রীসহ দেশবিরোধী আলোচনার সেই বার্তা সংগ্রহ করে র্যাব শুক্রবার রাতে বাড়ি থেকে তাকে আটক করেছে।
এসময় তার কাছে থাকা মোবাইল ফোনটিও জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, মেয়েটি আড়াল নামে ফেসবুক আইডির মাধ্যমে ভিডিওসহ নানা বার্তা আদান-প্রদান করতো। তার ১ হাজার ৩৬০ জন ফেসবুক বন্ধু পাওয়া গেছে। তার ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।