সবচেয়ে বেশি বায়ুদূষণ শাহবাগে, শব্দদূষণে শীর্ষে গুলশান-২
২৯ মে ২০২২ ১২:৫১
ঢাকা: রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি বায়ুদূষণ হয় শাহবাগ এলাকায় এবং সবচেয়ে বেশি শব্দদূষণ হয় গুলশান-২ এ। ২০২১ সালের এপ্রিল থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত মোট ১ বছর ঢাকা শহরের ১০টি স্থানের বায়ু ও শব্দদূষণের মান বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম।
রোববার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরার পাশাপাশি ঢাকা শহরে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশগত প্রশমন ব্যবস্থা ও আইনের কার্যকর প্রয়োগের দাবি তুলে ধরা হয়।
গবেষণায় দেখা গেছে, শাহবাগ এলাকায় বস্তুকণা ২.৫ এর গড় বার্ষিক উপস্তিতি প্রতি ঘনমিটারে ৮৫ মাইক্রোগ্রাম অর্থাৎ আদর্শমান (১৫ মাইক্রোগ্রাম) থেকে ৫.৬ গুণ বেশি। গুলশান-২ এলাকায় শব্দের সর্বোচ্চ মান Leq বা ধারাবাহিকভাবে যে মাত্রায় (সমতুল্য) শব্দ মান ৯৫.৪৪ ডেসিবল, যা আবাসিক এলাকার দিনের জন্য দিনের বেলার জাতীয় আদর্শ মান (৫৫ ডেসিবল) থেকে ১.৭ গুণ বেশি।
ইউএসএআইডির অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহায়তা দূষণবিরোধী অ্যাডভোকেসি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ওয়াটারকিপার্স বাংলাদেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রকে (ক্যাপস) সাথে নিয়ে ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম’ গঠন করেছে।
এই দূষণবিরোধী অ্যাডভোকেসি কর্মসূচি ঢাকা শহরের বায়ু ও শব্দদূষণ পরিমাপসহ ঢাকার চারপাশের নদীগুলোর পানি দূষণের অবস্থাও বৈজ্ঞানিক পদ্ধতিতে পর্যালোচনা করছে। আহসান মঞ্জিল, আবদুল্লাহপুর, মতিঝিল, শাহবাগ, ধানমন্ডি-৩২, সংসদভবন এলাকা, তেঁজগাও, আগারগাঁও, মিরপুর-১০ এবং গুলশান-২ এই ১০ এলাকার বায়ু ও শব্দ মানের তথ্য উপাত্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে।
সারাবাংলা/আরএফ/এএম