Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হামাসের অস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২২ ২০:০২

গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আটটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাত নিখুঁত করার করতে ভূমধ্যসাগরে এ পরীক্ষা চালানো হয়।  ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি আল ইয়াউম এ খবর প্রকাশ করেছে।

ইসরাইলের গণমাধ্যমেও এ খবর প্রচার হয়েছে। এতে বলা হয়, হামাস পরীক্ষামূলকভাবে সাগরের দিকে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামাসের এ পরীক্ষাকে ইসরাইলের জন্য সতর্কবার্তা বলে বর্ণনা করা হয়েছে দেশটির গণমাধ্যমে।

এমন এক সময় হামাস অস্ত্র পরীক্ষা চালালো যখন, আল আকসা মসজিদে ফিলিস্তিনি ও ইসরাইলি কট্টরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এদিকে, আল আকসা মসজিদের অবমাননা ও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি পুলিশের হামলার বিষয়ে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বিবৃতি দিয়েছে হামাস।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর