সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণ চেষ্টার ঘটনায় মামলা
৩০ মে ২০২২ ১৭:৫২
ঢাকা: সময় সংবাদের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে প্রকাশ্যে দিবালোকে অপহরণের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে ৫/৭ জন অজ্ঞাত আসামির কথা উল্লেখ করা হয়েছে।
রোববার (৩০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। সেই সঙ্গে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করা হচ্ছে বলে ওসি জানান।
ঘটনার বিষয়ে সাংবাদিক অপূর্ব অপু বলেন, ‘বাসা থেকে অফিসে যাওয়ার সময় মুমীতু কমিউনিটি সেন্টার অতিক্রমকালে কতিপয় অজ্ঞাতপরিচয় ব্যক্তি আমার পথরোধ করেন। পরে তিনি আমাকে নিউজ না করার কথা বলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। কোন নিউজ প্রকাশ করা হয়েছে জানতে চাইলে তারা আরও ক্ষিপ্ত হন। তারা আমাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর শুরু করেন এবং সাংবাদিকতা করতে দেবে না বলে হুমকি দেন।’
অপূর্ব বলেন, ‘তখন তাদের হাত থেকে রক্ষা পেতে দৌড়ে পালানোর চেষ্টা করলে আমাকে একটি সাদা রংয়ের প্রাইভেটকারে ওঠানোর চেষ্টা চালানো হয়। পরে ডাক চিৎকার দিয়ে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই।’
সারাবাংলা/একে