Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভিএমে বড় চ্যালেঞ্জ গোপন কক্ষে ‘সন্ত্রাসী ও ডাকাতদের’ উপস্থিতি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মে ২০২২ ১৯:৩৯

ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোটকেন্দ্রের গোপন কক্ষে ‘সন্ত্রাসী ও ডাকাতদের’ উপস্থিতি। ভোটকেন্দ্রের গোপনকক্ষে এ ধরনের সন্ত্রাসী-ডাকাতদের অপতৎপরতা ছাড়া ইভিএমে সুষ্ঠু ভোট অনুষ্ঠানে আর কোনো চাপ নেই।

সোমবার (৩০ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার আহসান হাবীব খান বলেন, “ইভিএমে চ্যালেঞ্জ একটাই, প্রতিটি কেন্দ্রে গোপন কক্ষে একজন করে ডাকাত ও সন্ত্রাসী দাঁড়িয়ে থাকেন। এরা ভোটার এলেই বলেন- ‘আপনার ভোট হয়ে গেছে, চলে যান’। দিস ইজ দ্য চ্যালেঞ্জ। ইভিএমে এর বাইরে আর কোনো চ্যালেঞ্জ আমি দেখি না।”

আগামী দিনে কোনো নির্বাচনে এরকম কিছু হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, সাংবাদিকদের অ্যালাউ করা হবে। কোথাও নির্বাচনি পরিবেশের ব্যত্যয় হলে সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।’

ইসি কমিশনার বলেন, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমাদের কোনো চাপ নেই, কোনো দুর্বলতা নেই। আমরা টোটালি স্বাধীন। স্বাধীনভাবে কাজ করব, দেখবেন। আমি কথা কম বলতে চাই।’

ভোটকেন্দ্রে কোনো ভোটারের আঙুলের ছাপ না মিললে বা আঙুল কেটে গেলে তা সমাধানে প্রিজাইডিং অফিসারের হাতে ১ শতাংশ ক্ষমতা রয়েছে জানিয়ে তিনি বলেন,‘ প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখা হবে এরকম কতজন রয়েছে। যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। সুষ্ঠু ভোট অনুষ্ঠানে আমাদের আন্তরিকতার কোনো অভাব থাকবে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একে

আহসান হাবীব খান ইসি নির্বাচন কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর