Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকেই এগিয়ে আসতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২২ ১৩:৫৬

ঢাকা: জনগণকে এগিয়ে এসে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে হবে বলে মত দিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, বাংলাদেশে সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগন যদি স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসে তাহলে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে,যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হোক।

মার্কিন রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে ও যুক্তরাষ্ট্র আগামী ৫০ বছরে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করে যাবে, যেভাবে গত ৫০ বছর কাজ করে গেছে।

র‌্যাবের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, এটি সমাধানে সুনির্দিষ্ট ব্যবস্থা ও বাহিনীটিকে জবাবদিহিতায় আনা ছাড়া এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই।

তিনি আরও বলেন, আমরা র‌্যাবকে সন্ত্রাসবাদ মোকাবিলায় কার্যকর একটি বাহিনী হিসেবে দেখতে চাই। তবে তাদের মৌলিক মানবাধিকারও মেনে চলতে হবে।

এসময় বাংলাদেশের সাংবাদিকদের ‘ভয়ভীতিহীন সাংবাদিকতা’ করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উৎসাহ রয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/টিএস/এসএসএ

ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর