Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজাহানপুরে নিজের গায়ে আগুন দেওয়া গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২২ ১২:৪৮

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে বাগিচার ঝিল মসজিদ এলাকায় নিজের গায়ে আগুন দেওয়া গৃহবধূ পাপিয়া সারোয়ার মিম (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১ জুন) ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. আইউব হোসেন। তিনি জানান, মিমের শরীরের ৯৫ শতাংস দগ্ধ হয়েছিল। ফ্লেম বার্ন নিয়ে গত শনিবার ইনস্টিটিউটে ভর্তি হয়।

এর আগে শনিবার (২৪ মে) দুপুরের দিকে শাজাহানপুর থানার পিছনে বাগিচা ঝিল মসজিদ এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় স্বামীর সঙ্গে অভিমান করে নিজের গায়ে আগুন দেয় মিম।

দগ্ধ মিমের মা পারভিন আক্তার জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলায়। বর্তমানে বাগিচা ঝিল মসজিদ এলাকায় থাকে। মিমের বাবা আরশাদ মিয়া ডিমের ব্যবসা করেন। মিম তার স্বামী রাম্মিমের সঙ্গে বাগিচা ঝিল মসজিদের পাশে থাকত। মিম শাজাহানপুর শান্তিবাগ এলাকায় অবস্থিত ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজে ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের ছাত্রী ছিল। সে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল।

পারভিন আরও জানান, তিন বছর আগে পারিবারিকভাবে আমার মেয়ের সঙ্গে রাম্মিমের বিয়ে হয়। বেশ কয়দিন ধরে তাদের সংসারে কলহ শুরু হয়। মিমের স্বামী রাম্মিমের অন্য কারো সঙ্গে সম্পর্ক ছিল। এ বিষয় নিয়ে রাম্মিমের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো।

তিনি জানান, শনিবার দুপুরে সংবাদ পাই মেয়ে শরীরে আগুন দিয়েছে। পরে হাসপাতলে এসে মেয়েকে দগ্ধ অবস্থায় দেখতে পাই। আমার মেয়ের জামাইয়ের চরিত্র ভালো ছিল না। এই নিয়ে তাদের সংসারে অনেক ঝগড়াঝাটি হয়েছে। তার জামাইয়ের মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আমার মেয়ে নিজের গায়ে আগুন দিয়েছিল।

বিজ্ঞাপন

এদিকে বার্ন ইনস্টিটিউটে মিমের স্বামী রাম্মিম জানান, শুক্রবার রাতে আমাদের মধ্যে ঝগড়া হয়। মিম আমাকে সন্দেহ করত। এসব ঝগড়ার কারণে আমার স্ত্রী নিজের গায়ে আগুন দিয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএসএ

গৃহবধূর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর