Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির ভিশন ২০৩০ এখন ডিপ ফ্রিজে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২২ ২৩:২১

ঢাকা: গত ইলেকশনে দেওয়া বিএনপির ভিশন ২০৩০’র প্রসঙ্গ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবয়াদুল কাদের বলেছেন, সেই ভিশনও এখন ডিপ ফ্রিজে। ইলেকশন গেছে, ভিশন ডিপ ফ্রিজে। বিএনপি এখনো হত্যা-সন্ত্রাসের রাজনীতি আঁকড়ে ধরে আছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সেমিনার হলে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল আজ আমাকে বলেন, আমি নাকি সংযত ভাষায় কথা বলি না? অথচ তারাই বলছেন, পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। ছাত্রদলের ছেলেরা বলছে। অথচ এর প্রতিবাদ করেন না। কাজেই এটা বুঝে নিতে হবে টপ টু বটম বিএনপির নেতৃত্ব খুনের রাজনীতিকে এখনো আঁকড়ে ধরে আছে। তাদের রাজনীতি হত্যা, সন্ত্রাসের রাজনীতি। যে রাজনীতিতে তারা ক্ষমতায় বসেছিল বন্দুকের নল উঁচিয়ে। তারা আজ ভাষা নিয়ে উপদেশ দেয় আওয়ামী লীগকে। মানুষের মাঝ থেকে বাংলার মাটির গভীরে শিকড় যে পার্টির, সেই পার্টিকে উপদেশ দেয়।’

তিনি বলেন, ‘আমরা বুঝি বুকের ব্যথা। নিজেরা ক্ষমতায় ছিলেন। আরেকটি ইলেকশন সামনে। কী বলবেন? তাদের কী অ্যাচিভমেন্ট আছে? কী রেখে গেছেন তারা বাংলার মানুষের জন্য? তারা কী ইস্যু নিয়ে ইলেকশনে আসবেন? শুধু সরকারবিরোধিতা?’

গত ইলেকশনের আগে হঠাৎ করে শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১’র মতো করে বিএনপির ভিশন ২০৩০ দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে কাদের বলেন, ‘সেই ভিশনও এখন ডিপ ফ্রিজে। ইলেকশন গেছে, ভিশন ডিপ ফ্রিজে। এখন তাদের মাথা খারাপ। আসলে তারা নিজেরা কিছু করতে পারে নাই। শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন নিজস্ব অর্থায়নে। এই বিষ জ্বলা তাদের অন্তর জ্বালায় পরিণত হয়েছে।’

বিজ্ঞাপন

পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনসহ বিভিন্ন মেগা প্রকল্প আগামী দিনে উদ্বোধন করার প্রসঙ্গ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘কয়টা দেখবেন? আগামী ইলেকশনের সামনে আরও দেখবেন? মেট্রোরেল; চোখে সর্ষের ফুল দেখবেন। সামনে দেখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল। সামনে দেখবেন বাস র‌্যাপিড ট্রানজিট, সামনে দেখবেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সামনে দেখবেন ফ্লাইওভার, ফোর লেন, সিক্স লেন। পাহাড়ে পর্যন্ত রাস্তা এঁকেবেঁকে চলে গেছে। সীমান্ত সড়ক হচ্ছে। আমাদের অনেক কিছু আছে।’

সরকারের উন্নয়ন তুলে ওবায়দুল কাদের বলেন, ‘মানুষ ভালো আছে বলে, খুশি আছে বলে, বিএনপি অখুশি। বিএনপির এগুলো সহ্য হচ্ছে না।’

এদিন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক আব্দুস সবুরসহ বিভিন্ন পেশাজীবী নেতারা মতবিনিময়ে অংশ নেন।

সারাবাংলা/এনআর/পিটিএম

ওবায়দুল কাদের ডিপ ফ্রিজ বিএনপি ভিশন ২০৩০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর